নিউজপিডিয়া ডেস্ক: করোনা আবহে তিন দিনের অবিরাম বৃষ্টির জেরে বুধবার বিহারের সীতামারি জেলা প্লাবিত হল। জেলার বেশিরভাগ অংশ প্লাবিত হওয়ায় সাধারণ জনজীবনকে বিপর্যস্ত করেছে। মানুষেরা কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও আবার বুক পর্যন্ত জলের মধ্য দিয়ে যাতায়াত করছে। কিছু অঞ্চলে লোকদের আবার নৌকা ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মহেশ রাই বলেন, “এলাকাটি বন্যার জলে ডুবে গেছে। এখানকার বাসিন্দারা যে সমস্যার মুখোমুখি হয়েছে, তা দ্রুত নিরসনে জেলা প্রশাসনকে অনুরোধ জানাই।” অপর এক স্থানীয় জানান, “ইতিমধ্যে ঘরে বন্যার জল প্রবেশ করেছে। বিষয়টি প্রশাসন দেখভাল না করলে প্রতিবাদ করতে বাধ্য হব আমরা।”
এক চিকিৎসক জানিয়েছেন, “বন্যার কারণে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে হাসপাতাল পরিচালনায় সমস্যা দেখা দিয়েছে। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। তাছাড়া অবিরাম বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।”
জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর প্রধান সত্য প্রধান মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, “বিহারের বন্যার পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ- এর মোট ১৯ টি দল ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। যারা নির্দিষ্ট জেলাগুলিতে তাঁদের কার্যক্রম অব্যাহত রেখেছে।”
উল্লেখ্য যে, ভারত আবহাওয়া অধিদফতর এর আগে মঙ্গলবার ও বুধবার বিহারের কিছু নির্দিষ্ট জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।