নিজস্ব সংবাদদাতা, মাদারীহাট: দেশের করোনা পরিস্থিতিতেও বন্ধ করা যায়নি কাঠচোরা শিকারীদের। দিনের পর দিন আটক করে চলছে বনবিভাগের কর্তারা বিভিন্ন কাঠ বোঝাই ভ্যান অথবা গাড়ি। তেমনই বৃহষ্পতিবার রাত ১টা নাগাদ মাদারি হাট রেঞ্জ এর কর্তারা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পরে হাতি তাড়ানোর তৎপরতায়। ঠিক তখনই দক্ষিন খয়েরবারি বন লাগোয়া সাড়ে আট মাইল এর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে একটি মারুতি ভ্যান।
বন কর্তারা ভাবতেই পারেনি যে এই মারুতি ভ্যান এ আবার গাছের গুড়ি থাকবে। আর এদিকে গাছ চোরা শিকারিরা ভেবে নিয়েছে যে তাদের কেই ধরার জন্য এগিয়ে আসছে বন কর্তারা। ঠিক সেই সময় নিজের জীবন কে বাজি রেখে ওই গুড়ি ভর্তি মারুতি ভ্যান টি নামিয়ে দেয় রাস্তার ধারে একটি কাদা ভর্তি খাল এর মধ্যে। তখনই বনরক্ষীরা দেখতে পায় ওই গাড়িতে ছয় টি গাছের গুড়ি, সেই গাছের গুড়ির আনুমানিক মূল্য প্রায় দশ হাজার টাকার মতো।
সেখানে উপস্থিত ছিলেন ছয় জন বনরক্ষক, তারা জানান যে, মারুটি ভ্যান এ যে গাছের গুড়ি থাকবে ভাবতে পারিনি। কিন্তু যখন হঠাৎ যখন গাড়িটা নিচের দিকে নামিয়ে যায় তখনই সন্দেহ হতে শুরু হয়। তারপরই সেই গুড়ি গুলোকে গাড়ি সহ পাঁচ মাইল ফরেস্ট বিট অফিসার এর আওতায় নিয়ে যাওয়া হয়।