নুর হোসেন, কোচবিহার: দিন দিন বাড়ছে কোচবিহার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় ফের আগামী সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কোচবিহার প্রশাসন।
কিন্তু এই সাতদিন লকডাউনের কথা মাথায় রেখেই একেবারে রান্নাঘরের সবজি তাক গুছিয়ে রাখতে ব্যস্ত সাধারণ মানুষ। আর এদিকে সবজি রান্না করার আগে পকেট পুড়ে যাচ্ছে সাধারণ মানুষের। বাজারে
আকাশ ছোঁয়া সবজির দাম। বাজারে সবজি কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। বিক্রেতাদের দাবি, পেট্রোল ডিজেলের দাম বাড়ায় সবজির দাম বেড়েছে। তারমধ্যে ট্রেন না চলায় দাম আরও বেড়েছে।
কোচবিহারের বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় আলু ৩০টাকা কেজি, পেঁয়াজ ২৫ টাকা কেজি, লঙ্কা ১৮০ থেকে ২০০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, টমেটো ৮০টাকা, ফুলকপি ৪০ টাকা কেজি।