
বিশেষ প্রতিনিধি,মুর্শিদাবাদ: করোনা ভাইরাসের লড়াইয়ে জনসাধারণকে সচেতন করতে অভিনব প্রচার মুর্শিদাবাদের জেলা প্রশাসনের। বুধবার থেকে বহরমপুর শহরে এই প্রচার চালানো হচ্ছে।
করোনা মোকাবিলায় লকডাউন জারি করা হলেও মানুষের সকল স্তরে সমানভাবে সচেতন করা সম্ভব হয়নি। তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে করোনার ট্যাবলো বানিয়ে অভিনব প্রচার করা হচ্ছে। বহরমপুর শহরের আনাচে কানাচে এই প্রচার চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রচারে মানুষকে করোনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হয়। সেইসঙ্গে করোনা ভাইরাস কীভাবে আমাদের মাঝে আক্রমণ করতে পারে সে সম্পর্কেও বলা হয়। করোনা প্রতিরোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজেশন, কোয়ারেন্টাইন কেন্দ্র এর গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। জেলা প্রশাসন জানিয়েছে এই ধরনের সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হবে।