নিউজপিডিয়া ডেস্ক: উত্তরবঙ্গ ছাড়িয়ে এবার দক্ষিণবঙ্গে বিনে পয়সার বাজার বসালেন সমাজসেবক বাপন দাস। তিনি বিধান নগরে বিধান নগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বলে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেই সঙ্গে তিনি কলকাতা পুলিশের বিশেষ শাখার কর্মী।
ব্যতিক্রমী ভাবনা নিয়ে বরাবরই সামাজিক কাজ করে থাকেন তিনি। এবার কলকাতার এসএসকেএম হাসপাতালে চত্বরে সামনে তাকে দেখা যায় গলায় প্লেকার্ড ঝুলিয়ে যাতে লেখা আছে “বিনে পয়সায় মাক্স স্যানিটাইজার ও সাবান নিয়ে যান।”
এক ব্যতিক্রমী ভাবনা পুলিশ বাপন দাস। এইসব হাসপাতালে চিকিৎসার জন্য গরিব মানুষরা আসে, তাদের অনেকেরই সামর্থ্য থাকে না মাক্স, স্যানিটাইজার কেনার, তাইতো তারা মুখে আঁচল ঢাকা দিয়ে কেউ গামছা পেচিয়ে কেউ আবার রুমাল মুখে ঢাকা দিয়ে ডাক্তার দেখাতে আসে, তাই তাদের একটু সাহায্য করা। বাপন বাবুর এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বিশিষ্ট মানুষজন রা।
শিলিগুড়ি মহকুমা বিধান নগর এলাকার বাসিন্দা। বাপন বাবু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির ও সমাজসেবা কাজ এর মাধ্যমে প্রচারের আলোয় চলে এসেছেন।
লকডাউন এর শুরুতে বাপন বাবু ও তার সহযোগীরা যৌথ উদ্যোগে ভবঘুরেদের মুখে খাবার তুলে দিয়ে এলাকায় সাড়া ফেলেছেন। এবার উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গে তার সমাজসেবামূলক কাজ তার সামাজিক ভবানাকে এক আলাদা মাত্রা এনে দিল, সে বিষয়ে সন্দেহ নেই।