
গোলাম মোস্তাফা হোসেন, মেখলিগঞ্জ: চলে গেলেন বিশিষ্ট সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক এর প্রাক্তন সভাপতি মায়া শংকর সিং। দীর্ঘদিন থেকেই তিনি কিডনি এবং সুগারের অসুখে ভুগছিলেন ।আজ বিকাল 5 টায় শিলিগুড়ি আনন্দলোক নার্সিংহোম এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছে 52 বছর।শারীরিক অসুস্থতার কারণেই তিনি স্বেচ্ছায় মেখলিগঞ্জ ব্লক সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আর তারপর থেকেই মেখলিগঞ্জে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে।গত পৌরসভা নির্বাচনে তৃণমূল এবং বামফ্রন্টের লড়াই থাকলেও তিন নম্বর ওয়ার্ডে তার নেতৃত্বেই কংগ্রেস একটি সিটে জয় লাভ করে।। সমস্ত প্ররোচনা এবং প্রলোভনকে উপেক্ষা করেই ভারতীয় জাতীয় কংগ্রেস কে একমাত্র ওনার নেতৃত্বে মেখলিগঞ্জ ব্লক এটিকে রেখেছিলেন।তার এই অকাল প্রয়াণে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব শোক প্রকাশ করেছেন