নিউজপিডিয়া ডেস্ক, ১৭ জুন: হিমালয়ের পাদদেশে চীনের সাথে সংঘর্ষে ভারতের ২০ সৈন্যের মৃত্যুর পর প্রথমবারের মতো মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিভিশনে দেয়া এক ভাষণে সোমবারের সংঘাত নিয়ে মোদি চীনকে সতর্ক করে বলেছেন ‘সৈন্যদের মৃত্যু বৃথা যাবে না’।
লাদাখ সীমান্ত দুদেশের সৈন্যদের মাঝে হঠাৎ সংঘাত বেধে যায়। সেখানে লাঠি, বাশ ও হাতে মারামারি হয় তবে কোন পক্ষ থেকেই চুক্তি অনুযায়ী গুলি করা হয়নি বলে জানা যায়। সংঘাতে চীনা সৈন্যদের হতাহতের কথা ভারতের পক্ষ থেকে দাবি করা হলেও চীনের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে অতি উচ্চস্থানে তাপমাত্রা প্রায় শূণ্য ডিগ্রির কাছাকাছি হওয়ায় সৈন্যদের মৃত্যু হয়েছে। গত ৪৫ বছরের ইতিহাসে এটিই কাশ্মীর সীমান্তে দেশ দুটির মধ্যে বড় হতাহতের ঘটনা। এ ঘটনার পর একে আপরকে দোষারুপ করলেও উত্তেজনা প্রশমনে উভয় দেশের সৈন্যরা আলোচনা করেছেন।