সন্ধ্যা নামে যখন
সুরাইয়া পারভীন
পথ এখানে থমকে দাঁড়িয়ে আছে একা
মিথ্যে অনুভূতির ভারে ক্লান্ত হৃদয়ে
মৃত ভালোবাসারা
আঁকিবুকি কাটে
বৃথা স্বপ্নরা খেলা করে মিছিমিছি
শুচি-অশুচির হিসেবে একদল পিছে পড়ে থাকে সবসময়
একদল এগিয়ে যায়
সন্ধ্যা নামে যখন
বিষন্নতা ভ’রে ওঠে উঠোনে
দু’টো সন্ধ্যা দু’দিক থেকে নেমে আসে
ঝাপসা হওয়া স্মৃতির আড়ালে ক্ষণিকের বিরহরা কথা বলে নীরবে
আচমকা পথ দু’টিও দু’দিকে বেঁকে যায়
অসাড় জীবনের বেপরোয়া ঢেউয়ে উত্তাল হয় মেঘ
খুব ঝড় ওঠে
আবার থেমে যায়
শান্ত হয় চারিদিক
শেষ হয় খেলা
ভেঙে ফেলে দিয়ে নিয়মের অযথা বাড়াবাড়ি
প্রিয়তম,
এবার হোক না তাহলে আড়ি।