নিউজপিডিয়া ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে এমএনসির চাকরি হারিয়ে হায়দ্রাবাদের বছর ২৮ এর মেয়ে সব্জি বিক্রি করছিল আর এই কথা শোনার পরই চাকরির প্রস্তাব দেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি ফের নিজের মানবিকতার নজির গড়লেন।
এর আগেই নিজ উদ্যোগে বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন। দিয়েছেন খাদ্য সামগ্রী। এবার অসহায়ত্বের কথা শুনে দিয়ে দিলেন চাকরি। হায়দ্রাবাদের মেয়ে উনারাদি সারদা এমএনসি তে কাজ করতো কিন্তু করোনায় তার চাকরি চলে যায় আর তারপরই ভগবানের মতো পাশে এসে দাঁড়ায় সোনু। সারদা সংবাদমাধ্যম কে বলেছে,”আমি প্রথমে এমএনসি-তে চাকরি করতাম কিন্তু করোনা মহামারি তে চাকরি চলে যাওয়ায় শাক-সব্জি বিক্রি করছিলাম। হঠাৎ একদিন বলিউড অভিনেতা সোনু সুদের কাছ থেকে ফোন এলো তিনি আমাকে চাকরির প্রস্তাব দেন। আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, এখন শুধু চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।” সারদা আরো বলেন, “এটি তাঁর মহানুভবতা। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়েছে। আমি চাই করোনার দুঃসময়ে তাঁর মতো সমাজের আরো লোক এইভাবে চাকরিহারা যুব সমাজের দিকে এগিয়ে আসুক।”
অভিনেতা সোনু করোনার দুঃসময়ে বহু দিনমজুর, পরিযায়ী শ্রমিক, স্টুডেন্ট ও সাধারণ মানুষকে সাহায্য করে হয়ে উঠেছেন সমাজের আসল নায়ক।