নিউজপিডিয়া ডেস্ক : তেলঙ্গানার যাদাদ্রি-ভুবনগিরি জেলায় পিতৃমাতৃহীন তিন শিশুর যাবতীয় খরচের দায়িত্ব নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ।
সোনু সুদ এমন একজন অভিনেতা যিনি লকডাউনের প্রথম দিন থেকে গরিব দুঃস্থ ও পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে চলেছেন। তিনি সম্প্রতি প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশের এক কৃষকের পরিবারকে একটি ট্রাক্টর দান করেছেন। আর আজ এই অভিনেতা তিন অনাথ বাচ্চার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এক ব্যক্তি টুইটারের মাধ্যমে তিন শিশুর অনাথ হওয়ার ব্যাপারটি নজরে আনেন। এরপর মিঃ সুদ টুইট করে বলেন,” তারা আর এতিম না। তাদের দায়িত্ব আমার”।
সরকারী সূত্রে জানা গিয়েছে, শিশুদের বাবা আগে মারা গিয়েছেন, এবং সম্প্রতি তাদের মাও মারা গেছেন। তাদের এক দাদি আছে যারা খুব বৃদ্ধ।