
নিউ দিল্লী: বিভিন্ন কারনে দেরিতে হলেও অবশেষে ভারত চিন থেকে তিন লাখ কভিড-19 র্যাপিড টেস্টিং কিটস পাচ্ছে এ সপ্তাহের মধ্যে এবং ইতিমধ্যে গুযনঝৌ এ শুল্ক দপ্তরের ছাড়পত্র পেয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে ।বিগত কয়েক সপ্তাহ ধরে ভারত আশাবাদী ছিল যে চিনের কাছ থেকে দুই-তিন মিলীয়ন কিটস পাবে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রক চিন ছাড়াও জার্মানি, কোরিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের দ্বারস্থ হয়েছিল এবং জানতে পারে এদের অনেকেই চিনের বিভিন্ন কম্পানি থেকে কিটস আমদানি করে । কিন্তু চিনা কিটস নিম্নমানের প্রমাণ মেলায় চিনা সরকার গুণমান সম্পন্ন এবং রপ্তানির উপযুক্ত কোম্পানিগুলির একটি তালিকা তৈরি করে । তা সত্ত্বেও চিনা শুল্কদফতর গুণমান পরীক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে এবং এটা সময় সাপেক্ষ ।
আমদানিকৃত এই কিটস গুলো করোনার আঁতুড়ঘর (hotspot) হিসেবে চিহ্নিত এলাকায় ব্যবহার করা হবে যেখানে উচ্চ হারে সংক্রমণ এবং দ্রুতপদে দ্বিগুণ হচ্ছে। যদিও এই কিটস গুলি চুড়ান্ত নির্ধারক নয় তবুও পর্যবেক্ষণের একটা নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে । তদুপরি এগুলি কম উপদ্রুত এলাকায় (cold spot) ইলি (ILI= influenza like illness ) উপসর্গ সম্পন্ন মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা হবে এটা নিশ্চিত করার জন্য যে কোনো covid-19 কেস নজর এড়িয়ে না যায় ।