নিউজপিডিয়া ডেস্ক : আইসিএসই বোর্ডের উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে কলকাতার পূর্ব সীমান্তের নিউ টাউন এলাকায় দুই একর জমি পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কিন্তু সেই জমি তিনি ফিরিয়ে দিলেন সরকারকে। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
জানা গিয়েছে, তিনি গত মাসে রাজ্য সচিবালয়ের নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাত করেন এবং জমি সংক্রান্ত নথি ফিরিয়ে দিয়েছেন। জমি নিয়ে মামলা রয়েছে বলে সৌরভ গাঙ্গুলি এই প্রোজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। পূর্বের বামফ্রন্ট সরকারও তাঁকে সল্টলেকে এই একই প্রোজেক্ট এর জন্য একটি জমি দিয়েছিল, কিন্তু সেই জমিতেও মামলা থাকার দরুণ তিনি তা সরকারকে ফিরিয়ে দিয়েছিলেন।
তবে বর্তমান রাজ্য সরকারকে জমি ফিরিয়ে দেওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বর্তমান রাজ্যের শাসক দলের থেকে দূরত্ব বাড়িয়েছেন বলে ধারণা একাংশের। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে পারেন বলেও উঠেছে গুঞ্জন। যদিও সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়ের সাথেই সুসম্পর্ক রয়েছে সৌরভ গাঙ্গুলির। মুখ্যমন্ত্রী, সৌরভ গাঙ্গুলিকে কোনো রকম নির্বাচন ছাড়াই বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হতে সাহায্য করেছিলেন। আবার ২০১৯ সালে তাঁকে বিসিসিআইয়ের সভাপতি করার ক্ষেত্রে শাহ এবং কিছু কেন্দ্রীয় মন্ত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উভয়ের সঙ্গেই যে বেশ ভালো সম্পর্ক তা বলার অপেক্ষা রাখে না। তবে ভবিষ্যতে তিনি প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন কিনা তা সময়ের অপেক্ষা। তবে জমি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি কারোরই কোনো মন্তব্য পাওয়া যায়নি।