নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে বাংলার ভোট। আর তার আগেই শুরু হয়ে গেছে দলে যোগদান পর্ব ও দলত্যাগ পর্ব। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল বাংলা সিরিয়াল খ্যাত বাহা ওরফে রনিতা, ঝিলিক ওরফে শ্রীতমা ভট্টাচার্য, লোকনাথ বাবা ওরফে সৌপ্তিক ভট্টাচার্য ও দিশা রায় চৌধুরী। ফলে রীতিমতো তারকার হাট বসে গেছে তৃণমূলের অন্দরে। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ দোলা সেন। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা-অভিনেতা সোহম চক্রবর্তী।
এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দোলা সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নিজেদের অভিনয় ও চরিত্র দিয়ে এতদিন এঁরা দর্শকদের মন জয় করেছেন। আমার আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবেও তাঁরা মানুষের মন জয় করবেন।” তৃণমূলে যোগ দিয়েই পতাকা হাতে ‘মা’ সিরিয়াল খ্যাত ঝিলিক বলেন, “মমতার বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এই পদক্ষেপ।”
এদিকে শুক্রবার দিনই আবার তৃণমূলে যোগ দিয়েছিলেন, সিরিয়ালের জনপ্রিয় মুখ ভরত কল ও বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। ভোটের আগেই একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছে তৃণমূল কংগ্রেস।