শচীন দাস, ইসলামপুর: শুক্রবার ইসলামপুর আদর্শ সংঘ ক্লাবের পরিচালনায় এবং দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের সহযোগিতায় আদর্শ সংঘের পুজো প্রাঙ্গণে ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। ক্লাব কর্তৃপক্ষরা জানিয়েছেন, ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট ছাড়াও ক্লাবের পক্ষ থেকে ফুটবল ও ক্রাম বোর্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইসলামপুরের ইতিহাসে এই প্রথম কোন ক্লাব একসঙ্গে ১০ দিন ধরে এতগুলি খেলার আয়োজন করেছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষরা। তাই তারা এই সমগ্র খেলার আয়োজনকে স্পোর্টস কার্নিভাল হিসেবে নাম দিয়েছেন।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ ১০ দিন ধরে এই স্পোর্টস কার্নিভাল চলবে। যে সব দর্শকরা খেলা দেখতে আসবেন তাদের বসার জন্য গ্যালারিও বানানো হয়েছে। এদিন সকালে একটি ম্যারাথন দৌড়েরও আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড় ইসলামপুর শ্রীকৃষ্ণপুর দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের সামনে থেকে শুরু করে ইসলামপুর আদর্শ সংঘ ক্লাবের সামনে এসে শেষ হয়।
প্রদীপ জ্বালিয়ে খেলার সূচনা করেন বঙ্গরত্ন ডা: পার্থ সেন। ক্লাবের পক্ষ থেকে বঙ্গরত্ন ডা: পার্থ সেনকে উপহার দেওয়া হয়। প্রথম দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবী প্রাণ বল্লভ সরকার, ক্লাবের প্রবীণ সদস্য প্রদীপ কুন্ডু ও সীতারাম সাহানি, ক্লাবের সম্পাদক শঙ্কর পাল, সহ সম্পাদক দেবাংশু দাস, ইসলামপুর দেশবন্ধু পাড়া মহিলা ব্রিগেডের সভাপতি চন্দনা দাস ও অন্যান্য সদস্যরা। খেলার শুরুতে প্রত্যেকটি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করেন উপস্থিত অতিথিরা।