
লকডাউনে অসহায় মানুষদের অর্থযোগান দিতে বড় পদক্ষেপ নিলো স্টেটব্যাংক অফ ইন্ডিয়া। ৪৫ মিনিটে ঘরে বসে লোন পেয়ে যাবেন স্টেটব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরা। ৬ মাস দিতে হবে না কোনো মাসিক কিস্তি এই শর্তে ১০.৫০ টাকা বার্ষিক সুদের হারে স্টেটব্যাংকের গ্রাহকদের লোন প্রদান করবেন স্টেটব্যাংক অফ ইন্ডিয়া।
দেখে নিন কিভাবে করবেন আবেদন:
১. স্টেটব্যাংকের গ্রাহকরা নিজের রেজিস্টার নম্বর দিয়ে PAPL (অ্যাকাউন্ট নম্বরের শেষ চার সংখ্যা) লিখে ৫৬৭৬৭৬ নম্বরে একটি এসএমএস (SMS) করতে হবে।
২. এসএমএস (SMS) এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি লোন পাওয়ার যোগ্যকিনা।
৩. যোগ্য গ্রাহকরা স্টেটব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপে ‘Avail now’ এ ক্লিক করুন।
৪. এরপর সময়সীমা ও টাকার অঙ্ক বেছে নিন।
৫. এরপর রেজিষ্টার্ড নম্বরে একটি OTP আসবে সেটি এন্টার করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।