কলকাতা, ৩০শে মে: করোনার দাপট ক্রমশই বাড়ছে। কিন্তু করোনাকে আপাতত সঙ্গে নিয়ে চলতে হবে বুঝতে পেরে ইতিমধ্যে রাজ্য সরকার সমস্ত জেলাগুলিকে বিভিন্ন জোনে ভাগ করে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। চতুর্থ দফার লকডাউন শেষে বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সব আসনে যাত্রী নিয়ে চলবে বাস। পয়লা জুন থেকে চা ও পাটশিল্পে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ। সোমবার থেকে খুলছে ধর্মস্থানও।
কয়েকদিন আগে জনসাধারণের কথা চিন্তা করে বাস পরিষেবা চালু করলেও, সেখানে আসন সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু পহেলা জুন থেকে বাসে যত আসন তত যাত্রী নিয়ে চলবে বাস। ৮ জুন থেকে ১০০ নয় ,৭০ শতাংশ হাজিরা সরকারি কর্মচারীর টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
তাছাড়াও রাজ্যে খুলছে চা- পাটশিল্প,খুলছে ধর্মস্থানও। তবে ধর্মস্থানগুলিতে একবারে ১০ জনের বেশি ঢুকতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি “রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ,তবু লকডাউন শিথিলতা!”
এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃনমূল ” করোনা নিয়েই বাঁচতে হবে”।
তবে কি করে মানা হবে যথার্থ সতর্কতা ,তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।