শচীন দাস, ইসলামপুর: বৃহস্পতিবার বিজেপির শহীদ সম্মান যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে ইসলামপুরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ইসলামপুর থেকে দারিভিটে গিয়ে দারিভিট কাণ্ডে মৃত রাজেশ-তাপসের পরিবারে সঙ্গে দেখা করেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেখে ছেলের মৃত্যুর বিচার চেয়ে কান্নায় ফেটে পরেন রাজেশ-তাপসের মা।
তাদের সব কথা শুনে অন্যান্য বিজেপি নেতৃত্বদের মত ফের তদন্ত ও দোষীদের শাস্তির আশ্বাস দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। পাশাপাশি তিনি আশ্বাস দেন রাজেশ তাপসের সমাধি তৈরি করতে যদি কোনো বাধা আসে তাহলে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই সমাধি তৈরি করাবেন। এরপর রাজেশ তাপসের মায়ের হাতে শহীদ সন্মান যাত্রার স্মারক তুলে দেন তিনি। সবশেষে দারিভিট কাণ্ডে মৃত রাজেশ ও তাপসের ছবিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।