সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন অমীমাংসিত প্রকল্প ঘুরে দেখলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার দুপুরে মালবাজার শহরের ১৩ নং ওয়ার্ডের ডাকবাংলো ময়দানে নির্মীয়মান অডিটোরিয়ামও পরিদর্শনে যান মন্ত্রী। সেখান থেকে মালবাজার পুরসভাতে আসেন তিনি। পুরসভার প্রশাসক স্বপন সাহা এদিন কলকাতাতে থাকায় বিদায়ী কাউন্সিলর সমর দাস, উৎপল ভাদুড়ী প্রমুখেরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণির প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। শহরে ছাত্র ছাত্রীদের জন্যে ছাত্রাবাস, সুইমিং পুলের দাবিও তোলা হয় মন্ত্রীর কাছে, সাথে মালবাজার মহকুমা শহরে পরিবহন দফতরের মোটর ভেহিক্যালস দফতর স্থাপনের দাবিও উঠে আসে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তও মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন । তাকে প্রস্তাব আকারে দাবি গুলো পাঠাবার ব্যবস্থা করতে পরামর্শ দেন।
এরপরই চালসাতে মঙ্গলবাড়ি হাটের শেড, মার্কেট কমপ্লেক্স এর নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী। তারপর লাটাগুড়ির পথের সাথীতেও স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। দফতরের সমস্ত অমীমাংসিত কাজ দ্রুত সমাপ্ত করে উদ্বোধন করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সেই সঙ্গে নতুন কাজের প্রকল্প গ্রহণের প্রক্রিয়াও চলবে বলে জানান তিনি।