নিউজপিডিয়া ডেস্ক: উত্তরপ্রদেশ সরকার কাফিল খানকে পাঁচ মাস ধরে জাতীয় নিরাপত্তা আইন (NSA) লাগিয়ে জেলে বন্দি রেখেছে। তার মুক্তি চেয়ে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
সোশ্যাল মিডিয়াতেও একই দাবী নিয়ে তার সমর্থকগণ রবিবার টুইটারে হ্যাশট্যাগ চলায় #ReleaseOurDrKafeel বা রিলিজ আওয়ার ডক্টর কাফিল। প্রায় চার ঘন্টায় টুইট পৌঁছায় ১ লক্ষ।
এর আগেও, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে ডাক্তার এবং রাজনৈতিক নেতা #FreeDrKafeel হ্যাশট্যাগ দিয়ে কফিল খনের সমর্থনে টুইট করেছিল।
২৯ জানুয়ারি ২০২০ এ মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল কাফিল খানকে। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ১২ ডিসেম্বর, ২০১৯-এ সিএএ বিরোধী মন্তব্য করার জন্য। ১৪ ফেব্রুয়ারি ২০২০ তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।
এর আগে ২০১৭ সালের আগস্টে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে ৩০টি শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার হন কাফিল। কিন্তু পরে তিনি সেই অভিযোগ থেকে মুক্ত হন।