
নিজস্ব সংবাদদাতা: প্রবল কালবৈশাখীতে রাজ্যে মৃত্যু হল ২ জনের। মঙ্গলবার ভোরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নারকেল গাছ উপড়ে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নিউটাউন তারুলিয়া কালি মন্দিরের কাছে। মৃতের নাম গগন মণ্ডল।
অন্যদিক, বাঁকুড়ার বড়জোড়ার মানগ্রামের বাসিন্দা হারু বাগদী (৫০) বাজ পড়ে মারা গিয়েছেন। তিনি সোমবার বিকেলে সবজি চাষে মাঠে গিয়েছিলেন। সেইসময় আচমকা বাজ পড়ে সংজ্ঞা হারান। তাঁকে তড়িঘড়ি বড়জোড়া সুপার স্পেশালিটি হসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণবঙ্গে সোমবার দুপুর গড়াতেই শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। বিভিন্ন এলাকায় প্রচন্ড ঝড় ও বজ্রে বিদ্যুৎ সহ ব্যপক শিলাবৃষ্টি হয়। সোমবার সারারাত চলে এই দুর্যোগ। মঙ্গলবার ভোরের দিকেও ঝড়ের গতিবেগ ছিল তীব্র। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যপক বৃষ্টি। এর ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে গাছ পড়ে যায় ও বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে। অন্যদিকে, জয়পুর, কোতুলপুর, পাত্রসায়ের, ইন্দাস, সারেঙ্গা, রাইপুর সহ পুরো জেলা জুড়ে তিল, তরমুজ, বোরো ধান বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। একইসঙ্গে, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও ঝড়বৃষ্টির খবর এসেছে।