অপু দেবনাথ, হলদিবাড়ি: সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। এই দিন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্ণ সরকার , শাকিল আহমেদ , বিজয় রায় , হানিফ আসরাফ , সহ অন্যান্যরা । ছাত্রদের দাবি ছিল গত বছর একাদশ শ্রেণীতে ভর্তি ফি বাবদ যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা দিয়েই দ্বাদশ শ্রেণীর ভর্তি করতে হবে, যেহেতু দীর্ঘদিন ধরেই স্কুল বন্ধ এবং আগের টাকাই খরচ হয়নি, নতুন করে তারা কোন ফিস দেবে না। মূলত এই দাবিকে কেন্দ্র করে তাদের এই বিক্ষোভ চলে। শেষে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কথোপকথন হয়। কথোপকথনের মধ্য দিয়ে ভর্তি ফি ১৬০ টাকা কমিয়ে ২৪০ টকায় আনা হয়। পাশাপাশি ছাত্ররা গতবছর স্কুলে আইডেন্টিটি কার্ড বাবদ ৪০ টাকা দিয়েছিল তারও ফেরতের দাবি রাখে এবং স্কুলে মেয়েদের পোশাক সালোয়ার কামিজ হওয়ার পরেও স্কুল কর্তৃপক্ষ টাই এবং বেল্ট বাবদ তাদের কাছ থেকে ৬০ টাকা আদায় করে, সেই টাকা ফেরতের দাবিতে ছাত্ররা সরব হন। অবশেষে স্কুল কর্তৃপক্ষ এই দাবিগুলো মেনে ভর্তি ফি কমিয়ে আনে এবং আই কার্ড, টাই ও বেল্ট বাবদ যে টাকা সংগ্রহ করেছেন তা ফেরত দেয়ার আশ্বাস দেন।