নুর হোসেন, কোচবিহার: আসন সংখ্যার সীমাবদ্ধতার কারণে স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ সব পড়ুয়াকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি উচ্চ মাধ্যমিকে। সব পড়ুয়াকে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি নেওয়ার দাবিতে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করল ছাত্ররা।
ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের জেনকিন্স স্কুলে। জেনকিন্স স্কুল এর ছাত্রদের অভিযোগ তারা ছোটো বেলা থেকে এই স্কুলে পড়লেও বর্তমানে তারা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারছে না।
নিজেদের স্কুলে ভর্তি হওয়ার জন্য ডিএম অফিসে ডেপুটেশন জমা দিলেও কোনো কাজ হয়নি। তাই তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে।

বিক্ষোভকারীদের অন্যতম সৌম্যদীপ বলে, “আমরা এত দিন এই স্কুলেই পড়েছি। এখন স্কুল বলছে, আমাদের সবাইকে ভর্তি নেওয়া হবে না। আমরা অন্য স্কুলে ভর্তি হতে চাই না। অন্য কোথাও ভর্তির জন্য চেষ্টাও করিনি। এখন আর তা সম্ভবও নয়। যদি আমাদের ভর্তি না নেওয়া হয় তাহলে এই অবস্থান বিক্ষোভ চলবে।”