নিউজপিডিয়া ডেস্ক: উত্তরের তরুণ ও চির-তরুণ সাহিত্যিকদের স্পর্ধার স্পন্দন ‘উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি’। এই আকাদেমি সম্পূর্ণ অরাজনৈতিক ও বেসরকারি উদ্যোগে গঠিত। নবগঠিত এই আকাদেমির নানামুখী স্বপ্নময় কর্মসূচীগুলির প্রথম পদক্ষেপ হিসেবে গত ২০ ও ২১ মার্চ তারিখে দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের ওয়াই.এম.এ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণময় ‘উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা’। এই মেলার উদ্বোধন করেন কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরীর কর্ণধার শ্রী সন্দীপ দত্ত মহাশয় এবং শিলিগুড়ির বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. সঞ্জীবন দত্ত রায় মহাশয়।

দু’দিন ধরে মেলাকে আলোকিত করে ছিলেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বহু বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক। প্রথম বছরের এই মেলাতে ‘উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি’ -র তরফে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে শিলিগুড়ি শহরের বিখ্যাত প্রাবন্ধিক ও শিক্ষাবিদ শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য, কবি সমর রায়চৌধুরী, কুরুখ ভাষাশিল্পী বিমল টপ্পো এবং ‘তমসুক’ পত্রিকা (সম্পাদক- সমীর চট্টোপাধ্যায়)কে।

দু’দিন ধরে আকাদেমি আয়োজিত নাটক, শ্রুতিনাটক, কবিতাপাঠ, গান, নৃত্য, সেমিনার ইত্যাদি অনুষ্ঠান মেলায় বহু জনসমাগমে সহায়ক হয়েছে। মেলাতে মূলত শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের ভিন্ন ভিন্ন জেলার বিভিন্ন ভাষার পত্র-পত্রিকার স্টল ছিল। এছাড়া উত্তরবঙ্গের বাইরের বিভিন্ন পত্র-পত্রিকারও স্টল ছিল। সব মিলিয়ে মোট ৮০ টির মতো পত্রিকার স্টলের ব্যবস্থা করেছিল আকাদেমি। কোভিড পরিস্থিতি ও নির্বাচনী বিধিনিষেধের কারণে পূর্ব পরিকল্পনা মতো বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রভৃতি জায়গার পত্রিকাগুলিকে আহ্বান জানানো সম্ভব হয়নি।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেলার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে লিটল ম্যাগাজিন বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং মানুষকে আরও বেশি সাহিত্যমুখী করে তোলা। দু’দিনের এই মেলায় বহু সাধারণ মানুষের উপস্থিতি এবং বিপুল পরিমাণ লিটল ম্যাগাজিন বিক্রির হার তাদের এই উদ্দেশ্যকে অনেকটাই সফল করেছে বলা যেতে পারে।