নিউজপিডিয়া ডেস্ক: গত বছরের এক আতঙ্কের নাম ছিল করোনা ভাইরাস। বিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই ভাইরাস পুনরায় দেশের অনেক রাজ্যে থাবা বসাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের কিছু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে শনিবার জানা গেছে, কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশে হঠাৎ করে করোনার ভাইরাসজনিত ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘ছত্তিশগড়ে গত সাত দিনে করোনা ভাইরাস নতুন করে সক্রিয় হচ্ছে। সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন। কেরালাতেও প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৬১১২ জনের আক্রান্তের খবর মিলেছে। শেষ ২৪ ঘন্টায় ৩৮৩ জন করোনা আক্রান্ত তালিকাভুক্ত হয়েছেন পাঞ্জাবে। মধ্যপ্রদেশে ২৯৭ জন আক্রান্ত হয়েছেন শেষ ২৪ ঘন্টায়।’
করোনার সংক্রমণ আটকাতে এবং রোগের বিস্তার রোধে সরকার সিওভিডির যথাযথ আচরণের প্রতি জোর দিয়েছিল। কেবল মহারাষ্ট্র এবং কেরালা রাজ্য দুটিতে মোট করোনা আক্রান্তের হার ৭৫.৮৭ শতাংশ ছিল বলে জানিয়েছে মন্ত্রক।
মন্ত্রক আরও জানিয়েছে ‘দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৮টি রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। রাজ্যগুলির মধ্যে হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, আসাম, চণ্ডীগড়, লক্ষদ্বীপ, মণিপুর, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে।
গত ২৪ ঘন্টা দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৩৯৯৩ জন। শেষ কয়েকদিন ধরে এই সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মন্ত্রক। নতুন করে মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সরকার। সাধারণ মানুষ এবিষয়ে উদাসীনের কারণে এমন হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সচেতনতা বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞগণ।