নিউজপিডিয়া ডেস্ক: সোমবার মর্মাহত এক ঘটনায় একই পরিবারের ৪ জন আত্মহত্যা করেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রী রাঙ্গারাজার (এসআর) পুরম মণ্ডলের চিন্না থাইয়ুরু গ্রামে।
নিহত চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। সুধাকর এবং সিন্ধু প্রিয়ার ১০ বছরের দাম্পত্য জীবনের দুই সন্তান সহ তাঁরা আত্মহত্যা করে। তাঁদের দুই কন্যা সন্তান হল শ্রীলতা (৭) ও মধুপ্রিয়া (৫)।
এসআর পুরামের সাব-ইন্সপেক্টর শ্রীনিবাস রাও জানিয়েছেন, গত কয়েকমাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সোমবার সকালেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল।
তিনি আরও জানান, সোমবার বেলা ১ টার দিকে সিন্ধু প্রিয়া তাঁর শিশুদের একটি কুয়োর মধ্যে ঠেলে দেয় এবং পরে সে কুয়োর মধ্যে লাফ দেয়। এরপর বেলা সাড়ে তিনটার দিকে সুধাকর বাড়িতে এসে দেখেন যে তার স্ত্রী ও কন্যা মারা গেছে। এর পরে নিজেকে ঠিক রাখতে না পেরে তিনি নিজেকে পাশের একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন। গ্রামবাসীরা তার লাশটি একটি গাছে ঝুলতে দেখেছিল। পুলিশ দেহটিকে উদ্ধার করে।
ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য চিত্তর সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।