নিউজপিডিয়া ডেস্ক: ক্রমশ বাংলার দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমফান’। মৌসম ভবনের সকাল ৮টায় প্রকাশিত খবরে জানানো হয়েছে, পারাদ্বীপ থেকে পূর্ব এবং দক্ষিণপূর্ব দিকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘আমফান’। দক্ষিণে দিঘার থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে ‘আমফান’।
সুপার সাইক্লোন কিছুটা শক্তি হারালেও এখনই আশার বাণী শোনাতে পারেনি হাওয়া ভবন। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বঙ্গে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ‘আমফান’। তখন গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার পর্যন্ত থাকার আশঙ্কা। কখনও কখনও তা বৃদ্ধি পেয়ে প্রতি ঘন্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্তও হওয়ার সম্ভাবনা।
ইতিমধ্যে তার প্রভাবও পড়তে শুরু করেছে। বেলা বৃদ্ধির সাথে সাথে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ঝড় ও বৃষ্টির পরিমাণও বাড়বে। পারাদ্বীপে ঘণ্টায় ১০২ কিমি বেগে বইছে ঝড় সঙ্গে বৃষ্টি।