বিশেষ প্রতিনিধি: ক্রমশ শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে ঘূর্ণিঝড় ‘আম্ফান।’ সোমবার সকালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সম্ভবত সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় আম্ফান। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে এবং আগামী বুধবার বিকেলের দিকে আঘাত হানতে পারে বাংলায়।
গত কয়েকদিন ধরেই সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়টি। সোমবার সকালে মৌসম ভবন জানিয়েছে, শেষ ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তখন সেটি বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। গতরাত আড়াইটে পর্যন্ত ওড়িশার পারাদ্বীপের দক্ষিণে ৮২০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৯৮০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১০৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘আম্ফান।’
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরের দিকে এটি সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তখন ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ঘণ্টায় প্রায় ২২২ কিলোমিটারের কাছাকাছি থাকবে। তবে বুধবার সকাল থেকে উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকা ও পশ্চিমবঙ্গের উপকূলর্তী জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৭৫ থেকে ৯৫ কিলোমিটার।
আবহাওয়া দপ্তরের মতে, ঝড়টি পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং কলকাতার নিকটবর্তী জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।