নিউজপিডিয়া ডেস্ক: করোনা আবহে ইউনিভার্সিটি গুলির চূড়ান্ত বর্ষের পরিক্ষা নিয়ে সৃষ্টি হযেছিল ধোঁয়াশা। কিন্তু ইউজিসি গাইডলাইন জারি করে যে, সেপ্টেম্বরের মধ্যে পরিক্ষা সংঘঠিত করা বাধ্যতামূলক। এরপরই মহারাষ্ট্র ও দিল্লী সরকার জানায় যে, করোনা পরিস্থিতিতে রাজ্যের ইউনিভার্সিটি গুলিতে পরিক্ষা নেওয়া সম্ভব নয়। এবং ইউজিসি কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দেয়। আজ সুপ্রিম কোর্ট পরিক্ষা স্থগিত রাখার ব্যাপারে আগামি ১৪-ই আগস্ট শুনানির কথা বলেন।
ইউজিসির জারি করা নতুন গাইডলাইনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের সুর ওঠে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে পরিক্ষা কিভাবে সম্ভব তা নিয়ে ওঠে প্রশ্ন। কিন্তু ইউজিসি সেপ্টেম্বরের মধ্যেই পরিক্ষা নেওয়ার কথা বলেন। দেশের ৮১৮টি ইউনিভার্সিটির মধ্যে ২০৯টি ইউনিভার্সিটি তাদের পরিক্ষা নিয়ে ফেলেছে। ৬০৩ টি ইউনিভার্সিটির মধ্যে ৩৯৪টি পরিক্ষা নেওয়ার জন্য বন্দোবস্ত করছে।