নিউজপিডিয়া ডেস্কঃ ভোট আসলেই রাজনৈতিক নেতা মন্ত্রীদের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করার ঘটনা বহু দিনের। আর এরকম ভাবেই গত লোকসভা নির্বাচনের আগে পাইপের জল সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছিলেন ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতা কুনার হেমব্রাম। তবে লোকসভা ভোট চলে গিয়ে বিধানসভা ভোট চলে এলেও পূরণ হয়নি সেই প্রতিশ্রুতি। আর তাই পাইপের জলের সংযোগ দেওয়ার দাবিতেই মঙ্গলবার স্থানীয় মহিলারা ওই নেতাকে ঘেরাও করে বিনপুর থানা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন।

অবরোধের মধ্যে থেকেই স্লোগান উঠতে থাকে দাবি পূরণ করার। স্থানীয় এক মহিলা জানান, “কুনার হেমব্রাম কথা দিয়েছিলেন আমাদের বাড়িতে পাইপের জল সংযোগ করে দেওয়ার। এখনও তা হয়নি কেন? কেন এখানে আমাদের বাড়িতে কোনও জল নেই?” বিক্ষোভ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে কোনওমতে ওই ঘটনাস্থল থেকে ওই নেতাকে সুরক্ষা প্রদান করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেই জন্য সেখানে পুলিশও মোতায়েন করা ছিল।
তবে পরে কুনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, সে ঘটনাস্থলে গিয়েছিল এই ব্যাপারটা নিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে আলোচনা করতে। এবং সেখানে তাঁর বিরুদ্ধে কোনও প্রতিবাদ হয়নি। ওই সড়ক দিয়েই সেই সময় যাচ্ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনিও আটকে যান ওই বিক্ষোভের জেরে। পরে তিনি তাঁর গাড়ি থেকে নেমে বিক্ষোভরত মহিলাদের আশ্বস্ত করেন।