
দ্য থার্ড আই ডেস্ক : আজ সকাল 10 টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মরণব্যাধি করোনা আক্রমণ থেকে বাঁচতে দেশবাসীকে বিভিন্ন পরামর্শ দেন।লকডাউন এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি, প্রধানমন্ত্রী আরও বলেন লকডাউন মেনে চলার জন্যই অন্যান্য দেশের তুলনায় এখনো ভারতের মৃত্যু হার অনেক কম। কিছুদিন আগেই দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তিনি। সেখান থেকে লকডাউন এর সময় সীমা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আজ প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আগামী ৩ রা মে পর্যন্ত এই লক ডাউন চলবে। বাড়ির প্রবীণ নাগরিকদের উপর বিশেষ নজরদারি করারও অনুরোধ করেন তিনি।
ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে আগামী ৩১শে এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে।
অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে আজ ১২:৩০ নাগাদ ফেসবুকে একটি ভিডিও পোস্ট এর মাধ্যমে জানানো হয়, গোটা কলকাতা শহরে একাধিক ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। লকডাউন অমান্যকারীদের চিহ্নিতকরণের জন্য মূলত এই পদক্ষেপ। এদিন মাইক্রোফোন দিয়ে কলকাতা বাসীকে অবগত করার জন্য প্রচারের ব্যবস্থা করা হয়। কলকাতা পুলিশের তরফ থেকে সকল শহরবাসীর উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে, “ঘরে থাকুন- সুস্থ থাকুন, অন্যদেরকে সুস্থ থাকতে সাহায্য করুন। কলকাতা পুলিশ আপনাদের পাশে আছে, আপনাদের সুরক্ষা দেওয়াই আমাদের প্রধান লক্ষ।”
সমাজ সচেতন ব্যক্তিরা বলেন কিছু আইন ভঙ্গকারি ব্যক্তি রয়েছেন যারা বিনা কারণেই বাইরে ঘোরাফেরা করতে ভালোবাসেন। সামাজিক দায়িত্ববোধ যাদের মধ্যে বিদ্যমান নেই। তাদেরকে চিহ্নিত করতে কলকাতা পুলিশের তরফ থেকে এই ব্যবস্থাকে অত্যান্ত সাধুবাদ জানাই।