নিউজপিডিয়া ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর সরগরম দেশ। রহস্য উদঘাটনে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তার মধ্যেই এবার অভিনেত্রী কঙ্গনা রনওয়াতের প্রতি বিষেদগার করলেন সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী। তাঁর অভিযোগ, নিজের স্বার্থ লাভের জন্য কঙ্গনা সুশান্তের মৃত্যুকে ব্যবহার করছে।
আইনজীবী বিকাশ সিংকে সুশান্তের বাবা কে কে সিং নিয়োগ করেছেন। বিকাশ রেহা চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলায় সুশান্তের পক্ষে লড়ছেন। আইনজীবী বিকাশের দাবি, কঙ্গনার কথায় দুয়েকটি যুক্তি আছে। কিন্তু সে আসলে সুশান্তের মৃত্যুকে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে কঙ্গনা নিজেই দাবি করেছিলেন, বলিউড ফ্লিম ইন্ডাস্ট্রি সুশান্তকে একঘরে করে দিয়েছিল। এই ঘটনা সুশান্তের মৃত্যুর কারণ হতে পারে। এদিকে ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর বাবা রেহা চক্রবর্তীকে দায়ী করেছিলেন। আরও একধাপ এগিয়ে কঙ্গনা নিজেকে বাদে প্রায় গোটা বলিউড দুনিয়াকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন।
একটি সাক্ষাৎকারে আইনজীবী বিকাশ কঙ্গনার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “কঙ্গনা তার ব্যক্তিগত অ্যাজেন্ডা চালাচ্ছে। সেই সঙ্গে যাদের সঙ্গে ওর ব্যক্তিগত শত্রুতা আছে, সুশান্তের মৃত্যুর জন্য তাদের সবাইকে দায়ী করছে।” পরিবারের এফআইআরের সঙ্গে কঙ্গনার দাবির যে কোনো সম্পর্ক নেই, তা স্পষ্ট করেন আইনজীবী।
সেই সঙ্গে তিনি আরও বলেন, “ইন্ডাস্ট্রিতে অবশ্যই নেপোটিজম আছে। সুশান্ত নিজেও বঞ্চনার শিকার। কিন্তু এই ধরনের কেসে এটা প্রাথমিক প্রমাণ নয়। আসল ব্যাপার হল রেহা চক্রবর্তী ও তাঁর গ্যাং কীভাবে সুশান্তকে শেষ করল।”