কোচবিহার, ৫ জুন: কিছুটা স্বস্তি ফিরলো কোচবিহারে। গতকাল কোভিড আক্রান্ত কিশোরের রিপিট টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জেলা প্রশাসন সূত্রে এই খবর জানা গিয়েছে। গত ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত তার তিন বার সোয়াব পরীক্ষা করা হয়। প্রথম রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। তবে আজ রিপিট টেস্টে ওই কিশোরের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও গতকালই কোচবিহারের গোলবাগান এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই কিশোরের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন শহরবাসী।
বৃহস্পতিবার গোলবাগানের বাসিন্দা এক ১৪ বছরের কিশোরের করোনা আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গিয়েছিল। যদিও তার শরীরে করোনার উপসর্গ ছিল না। ওই কিশোর মুম্বাই থেকে কোচবিহারে নিয়ে আসা মৃত বাংলাদেশী যুবক ও তাঁর বাবার সংস্পর্শে এসেছিল বলে সূত্রের খবর।