
রবিউল হোসেন: দিল্লির নিজামুদ্দিনে গত মার্চে তাবলিগ জামাতের সমাবেশ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত । অভিযোগ, সেখান থেকেই পুরো ভারতে ছড়িয়ে পড়ে করোনা। দায়ী করা হয় তাবলিগ জামাতের সদস্যদের। এবার ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে তাবলিগ জামাতের সদস্যরাই প্রশংসার জোয়ারে ভাসছেন। তকমা দেওয়া হচ্ছে ‘সুপার হিরোর’।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দল, মত, ধর্ম নির্বিশেষে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের বেশি করে রক্ত ও প্লাজমা দেয়ার অনুরোধ করেছেন। আর তার ডাকে সাড়া দেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা তাবলিগ জামাতের অনেক সদস্য।
দিল্লির স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, দিল্লির হাসপাতালে তাবলিগ জামাতের ১ হাজার ৬৮ জন করোনা পজিটিভ। এদের মধ্যে ৩০০ জন প্লাজমা দান করতে রাজি হয়েছেন। এদের সবাই ইতিমধ্যে করোনা মুক্ত।
তাবলিগ জামাতের সদস্যদের প্লাজমা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছে। অনেক ব্যবহারকারী তাবলিগ জামাতের সদস্যদের ছবি পোস্ট করে হিরোর তকমা দিচ্ছেন।