নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাইঃ ওয়েস্ট ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগের (CPL) অফার ফেরালেন তিন বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন অষ্টম দফার টুর্নামেন্টে বিভিন্ন ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এই তিন ক্রিকেটারকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। চুক্তির অংকও ছিল যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু করোনাকালে সার্বিক পরিস্থিতি বিচার করে তিন ক্রিকেটারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
বর্তমান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (DPL) খেলার জন্য তৈরি হতে চাইছেন। অপরদিকে তারকা পেসার মুস্তাফিজুর রহমান আপাতত জাতীয় দলের খেলাকেই বেশি প্রাধান্য দিতে চাইছেন। কিন্তু মনে করা হচ্ছে তিন ক্রিকেটারই স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি নিতে চাইছেন না বলে ক্যারিবিয়ান টি২০ লিগ খেলতে অসম্মতি প্রকাশ করেছেন। এর আগে তামিম ও মাহমুদউল্লাহর এই লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও মুস্তাফিজুর রহমানের কাছে এই প্রস্তাব ছিল একেবারেই নতুন।
উল্লেখ্য, আগামী ১৮ অগাস্ট থেকে ত্রিনিদাদে শুরু হতে চলেছে এই টুর্নামেন্টের অষ্টম আসর। প্রাথমিকভাবে ছয়টি প্রদেশে খেলা আয়োজনের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত শুধুমাত্র ত্রিনিদাদেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের পর এটিই হতে চলেছে প্রথম টি২০ ক্রিকেট লিগ। এরপর অস্ট্রেলিয়ান বিগ ব্যাগ লিগও (BBL) মাঠে বল গড়ানোর বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছে।