নিউজপিডিয়া ডেস্ক: ভোটের মুখে ফের নতুন করে সমস্যা দেখা দিল সংযুক্ত মোর্চাতে। নতুন নতুন তথ্য উঠে আসছে আব্বাস সিদ্দিকীর আইএসএফ নিয়ে। এখনও পর্যন্ত দুটি মনোনয়ন জমা পড়েছে আইএসএফ প্রার্থীদের, যা দুটিতে দেখা যাচ্ছে দলের নামের জায়গায় আইএসএফ বলে কোনও নাম নেই বরং রয়েছে বিহারের একটি রাজনৈতিক দলের নাম। যা হল, ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি’। এমনকি আইএসএফের প্রতীক চিহ্ন ‘খাম’টাও নাকি তাঁদের নিজস্ব প্রতীক চিহ্ন নয়। ফলে বাংলার ভোটে আইএসএফ বলে কোনও দল লড়ছে না।

যদিও এই বিতর্ক প্রসঙ্গে আইএসএফ নেতৃত্ব জানিয়েছেন, বিহারের এই দলটির সঙ্গে তাঁরা জোট গঠন করেছে। সে কারণেই ওই দলের নাম ও প্রতীক ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটির প্রকাশ ঘটে। আর এত কম সময়ের মধ্যে আইএসএফ দলটি নির্বাচন কমিশনে স্বীকৃতি পায়নি। এবং এত কম সময়ের মধ্যে কোনও প্রতীক চিহ্নও স্বীকৃত হয় না। ফলে এই দলের প্রার্থীরা নির্দল হিসেবে ভোটে দাঁড়ালে তাঁদের আলাদা আলাদা প্রতীক চিহ্ন ব্যবহার করতে হত। এতে সমস্যা সৃষ্টি হত। এ কারণেই বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির সঙ্গে জোট গঠন করেছে আব্বাসের দল। তবে অন্য দলের প্রতীকে লড়া সম্ভব কিনা জিজ্ঞাসা করা হলে তারা জানান, বিহারের ওই পার্টিটার সঙ্গে আইএসএফ জোট গঠন করায় এতে কোনও সমস্যা হবে না।