
দি থার্ড আই ডেস্ক : দেশজোড়া লকডাউনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে অসমসাহসীকতার দৃষ্টান্ত দেখিয়ে, একজন স্কুল শিক্ষিকা মা, স্কুটি চালিয়ে, ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, ছেলেকে বাড়ি ফিরিয়ে আনলেন।
রাজিয়া বেগম, নিজামাবাদের একটি সরকারী স্কুলের প্রধান শিক্ষিকা। অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরে
তার সদ্যতরুন সন্তান নিজামউদ্দিন (১৯) আটকে পড়েছিল। ওই শিক্ষিকা পুলিশের কাছে অনুমতি নিয়েই সোমবার যাত্রা শুরু করেন। অনেক স্থানে তাকে থামানোর চেষ্টা হলেও তিনি পুলিসকে তার প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হন। পুত্র নিজামউদ্দিনকে নিয়ে বাড়ি ফেরার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, এটা এমন কোনো কঠিন বিষয় ছিলো না। প্রথমে ভেবেছিলাম, বড় ছেলেকে আনতে পাঠাবো কিন্তু তাকে সন্দেহ করা হাতে পারে ভেবে নিজেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন।
রাজিয়ার ছেলে নিজামউদ্দিন হায়দ্রাবাদের একটি কোচিং সেন্টারে ডাক্তারী প্রবেশিকা প্রস্তুতি নিচ্ছেন।
নিজামউদ্দিন গত মাসের ১২ তারিখে তার এক বন্ধুর বাবার অসুস্থতার কারণে তাকে নিয়ে বোধন থেকে নেল্লরে যাত্রা করেন। এরপর লকডাউন শুরু হলে তিনি বাড়ি ফিরতে পারছিলেন না। তার পক্ষে আর কোনও উপায় না থাকায় রাজিয়া বেগম সাহায্যের জন্য বোধনের এসিপি জয়পাল রেড্ডির কাছে যান । এরপরেই তিনি ৬ তারিখ সকালে রওনা দিয়ে নেল্লর পৌঁছান পরের দিন বিকেলে। সেদিনই শুরু হয় নিজামাবাদের দিকে তার যাত্রা। ৮ তারিখ বুধবার সকালে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন ।
রাজিয়া বেগমের স্বামী বছর পনেরো আগে মারা যান। এরপরেই দুই পুত্র এক কন্যাকে নিয়ে তার সংসার। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর তিনি সংবাদমাধ্যম কে জানান, “আমাকে বনাঞ্চলের রাস্তা ধরেও এগোতে হয়েছিল। আমি কিছুতেই ভয় পাইনি। আমি শুধু চাইছিলাম আমার ছেলেকে ফিরিয়ে আনতে ।”