নিউজপিডিয়া ডেস্ক: বুধবার সকালে গুজরাটে দুটি গাড়ির দুর্ঘটনায় একই পরিবারের দশ জন সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা চলছে।
জানা গেছে, বুধবার সকালের দিকে গুজরাটের আনন্দ জেলায় তারাপুরের কাছে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের দশ জন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তদন্তের জন্য লাশগুলি তারাপুর রেফারাল হাসপাতালে রেফার করা হয়েছে।
তারাপুর থানার এক আধিকারিক জানান, ‘আনন্দ জেলা এবং আহমেদাবাদ জেলার সংযোগস্থল তারাপুরে দুর্ঘটনাটি ঘটে। ভটামানের দিকে যাওয়া যাত্রীবাহী গাড়িটিতে একই পরিবারের এক শিশুসহ ১০ জন সদস্য ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সকলেই নিহত হন। গাড়ি থেকে লাশ উদ্ধার ও মৃতদেহ শনাক্ত করার চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, গত রবিবার রাতে সুরাট ভলসাদ ৪৮ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অংকলেশ্বরের একই পরিবারের তিন ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন।