নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার রাতেই ভারতের প্রায় অর্ধেক দেশজুড়ে ঘটা ভূমিকম্পের প্রায় ২০ ঘন্টা পরেই জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে ২০ জনরেও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। শনিবার রাতে ভূকম্পনে ভয়ে কয়েক লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েন। দেশটির বড় অংশে ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ। তবে সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি।
জাপানের আবহাওয়া দফতর সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ফুকুশিমার কাছাকাছি ভূগর্ভের প্রায় ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১.০৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। সেইসময় বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিলেন অথবা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাজধানী টোকিও এবং নিকটবর্তী অঞ্চলের ভবনগুলি হঠাৎ কাঁপতে শুরু করে। তৎক্ষণাৎ লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, দেশটির প্রায় সাড়ে নয় মিলিয়ন পরিবারের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে পড়ে। ভূমিকম্পের কারণে ফুকুশিমা দাই-আইচি, টোকাইমুড়া ও ওনগাওয়া পারমাণবিক কেন্দ্রগুলির সুরক্ষা পরীক্ষা করে কর্তৃপক্ষ। তবে ফুকুশিমা দাই-আইচি পরমাণু কেন্দ্রের কোনও ত্রুটি নেই বলে জানা গেছে। সম্পদের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দিল্লি সহ উত্তর ভারত জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রাত দশটায় ৩.৩ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানের ভূমি থেকে প্রায় ৯০ কিলোমিটার নীচে। অপরদিকে ২০১১-এ ভূমিকম্পে সৃষ্ট সুনামির ফলে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।