
দ্য থার্ড আই ডেস্ক: লকডাউনের জেরে বন্ধ থাকা উৎপাদন কেন্দ্রগুলি খুলতেই বিপত্তির সূচনা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এর পর এবার মহারাষ্ট্রে নাসিকের সাতানপুর এলাকায় একটি কারখানায় সন্ধ্যায় আগুন লাগে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সন্ধে ৭টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন যায়। প্যাকিজিংয়ের উপকরণ, ওষুধপত্র মজুদ থাকায় আগুন তীব্র আকার ধারণ করে। সর্বশেষ খবরে জানা যায়, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তবে হতাহতের খবর নেই।
আগুনের উৎপত্তি সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন সম্পূর্ণ নেভানোর পর ঘটনার তদন্ত শুরু করা হবে।