নিউজপিডিয়া ডেস্ক: বুধবার গভীর রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইএমএস) হাসপাতালের নবম তলায় আগুন লাগে। ফায়ার ব্রিগেডের ২৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে রাজধানীর এইমসের রূপান্তর ব্লকের নবম তলায় আগুন লাগে। যেখানে বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাব এবং পরীক্ষার বিভাগগুলি অবস্থিত সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দক্ষতা, ই-লার্নিং, টেলিমেডিসিন এর মত সুবিধা ছিল এখানে। শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
চিকিৎসকদের তথ্য মতে, এখানে রোগীদের ভর্তি করা হয় না। প্রত্যক্ষদর্শী চিকিৎসকদের মতে, রাত দশটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে এইমসের নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেন। পাশাপাশি দিল্লী ফায়ার বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২৬টি ইঞ্জিন। দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।