নিউজপিডিয়া ডেস্ক: মুম্বইয়ের মানখুরদ এলাকায় এখনও আগুন নেভানোর কাজ জারি রয়েছে। শুক্রবার বিকেলের দিকে আগুন লাগলেও এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দমকল বাহিনীর ১৯টি ইঞ্জিন কাজ করে চলেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল আড়াইটা নাগাদ আগুন লাগে। মুম্বাইয়ের মানখুরদ এলাকায় স্ক্র্যাপের গুদামে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দমকলকর্মীরা ১৯টি ইঞ্জিন নিয়ে উপস্থিত হন ঘটনাস্থলে। আগুন নেভানোর সর্বাত্মক প্ৰচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি আগুন লাগার প্রকৃত কারণও জানা যায়নি। তবে সত্য উদঘাটনের চেষ্টা চলছে।