বিশেষ প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকালে মদন মিত্রের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার আগুন লাগে পার্ক স্ট্রিটের এপিজে হাউসে। দমকল বাহিনীর ১২টি ইঞ্জিন পৌঁছায় উদ্ধার কাজের জন্য। আতঙ্কের পরিবেশ তৈরি হয় শহরে। ঘটনাস্থলে উপস্থিত হন ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে শর্ট সার্টিক থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে পার্ক স্ট্রিটের এপিজে হাউসের পাঁচ তলায় আগুন লাগে। সার্ভার রুমে আগুন লাগে। আগুন লাগে ভবনে থাকা একটি মেডিক্যাল কোম্পানির অফিসেও। পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ভবন থেকে সকলকে নীচে নামানো হয়। পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে যান। হাজির হন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ল্যাডার ব্যবহার করার পাশাপাশি জানালার কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করেন দমকল কর্মীরা। ফিরহাদ হাকিম জানান, ‘ভবনটিতে থাকা একটি মেডিক্যাল কোম্পানির অফিসে আগুন লেগে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে।’
ভবনটিতে আজ টিকাকরণ চলছিল। হঠাৎই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে অবস্থিত একটি মেডিক্যাল অফিসে থাকা দাহ্য পদার্থের কারণে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও রয়েছে আতঙ্ক।