নিউজপিডিয়া ডেস্ক: সোমবার সকালে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে পাকিস্তানের করাচিতে সরাসরি স্টক এক্সচেঞ্জে। কয়েকজন জঙ্গি স্টক এক্সচেঞ্জের ভেতরে প্রবেশ করে। ঘটনায় ৪ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা গ্রেনেড ও বন্দুক নিয়ে আক্রমণ চালায়। গ্রেনেড হামলার মাধ্যমে জঙ্গিরা বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার চেষ্টায় ছিল। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। আতঙ্কিত স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দুই জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।
করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেনন জানিয়েছেন, ‘৪ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। জঙ্গিরা একটা করোলা গাড়িতে এসেছিল। এলাকায় আর কোনও হামলার ঘটনা জানা যায়নি।’
পুলিশ ও আধা সেনা বর্তমানে পুরো বিল্ডিংটি ঘিরে রেখেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও সেখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে।
প্রসঙ্গত করাচি স্টক এক্সচেঞ্জ হল পাকিস্তানের সবচেয়ে পুরনো ও বড় শেয়ার বাজার।