রাহুল বাগ, ঝাড়গ্রাম: থ্যালাসেমিয়া টেষ্ট বন্ধ করে বিপদের মুখে ঠেলে দেওয়া হল ঝাড়গ্রাম বাসীকে। ঝাড়গ্রাম জেলায় স্বাস্থ্য দপ্তরের তরফে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হল থ্যালাসেমিয়া টেষ্ট। জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা নেহাত কম নয়।
আদিবাসী মানুষের সংখ্যা এখানে যথেষ্ট বেশী।
আদিবাসী মানুষজন দের মধ্যে এক অন্য ভারিয়েন্ট পাওয়া যায়(সিকেলসেল অ্যানিমিয়া)। বর্তমানে আক্রান্ত প্রায় ২%। এছাড়াও এখানে সাধারনের মধ্যে বিটা থ্যালাসেমিয়া দেখা যায়। ২০১৬ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই জঙ্গলমহলে থ্যালাসেমিয়া রোধে বিশেষ উদ্যোগ নেয়। তখন থ্যালাসেমিয়ার হার ছিলো প্রায় ২০%। এরপরেই
এক এনজিও কে দিয়ে থ্যালাসেমিয়া প্রচার ও ব্লক হাসপাতাল গুলোতে নিখরচায় টেষ্ট এর ব্যাবস্থা করা শুরু হয়। শুরু তে এই রোগ নিয়ে মানুষের কোনো সচেতনতা ছিলোনা। তবে বর্তমানে প্রতিটা ব্লক হাসপাতালে ২দিন করে ক্যাম্প করা হয়। নির্দিষ্ট দিনে আশা কর্মীরা প্রতি গ্রাম থেকে ১০ জন করে লোক নিয়ে আসেন এভাবে চেন পদ্ধতি তে প্রত্যন্ত গ্রামে থ্যালাসেমিয়া প্রচার চালানো সম্ভব হয়েছিলো। ফল ও মিলছিলো হাতে নাতে। বর্তমানে থ্যালাসেমিয়া অক্রান্তর সংখ্যা কমে দাড়িয়েছে প্রায় ১৬% এ।
এনজিও সদস্য সুব্রত চক্রবর্তী জানান এটা জঙ্গল মহলের মানুষকে বিপদে ফেলে বর্তমান রাজ্য সরকার কে বিপদে ফেলার এক বড় চক্রান্ত। এই সিদ্ধান্ত বদল করার জন্য ডাক্তার বিধায়ক, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্য ডাঃ খগেন্দ্রনাথ মাহাত কে সমস্ত বিষয় জানান। ডাঃ খগেন্দ্রনাথ মাহাত বলেন বিষয় টা তিনি জেনেছেন যথা স্থানে বিষয়টা তিনি জানাবেন।