বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি : চতুর্থ দফার লকডাউন শেষ হয়ে পঞ্চম দফার লকডাউনের দিকে এগোচ্ছে দেশ। এর মধ্যেই রাজ্যে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ছাড়। তাই সরকারি নির্দেশিকা মেনেই সমাজিক দুরত্ব বজায় রেখে হেমকুমারী অঞ্চলের ২২৭নং বুথে শুরু হল একশো দিনের কাজ। রবিবার একটি রাস্তা সংস্কারের মধ্য দিয়ে শুরু হয় এই কাজ। এ বিষয়ে ওই বুথের পঞ্চায়েত সদস্যা গুণবালা রায় জানান ৭০জন শ্রমিক এই মুহুর্তে কাজ করছেন। তবে তারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছেন। শুধু তাই নয় কাজ শেষে প্রত্যেকের হাত এবং কাজের প্রয়োজনীয় জিনিসগুলি স্যানিটাইজ করা হবে বলে জানা গেছে। তবে এদের মধ্যে কিছু পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এক শ্রমিক বলেন, ” আমরা সমাজিক দুরত্ব বজায় রেখে কাজ করছি এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছি। এতে আমাদের কাজের অসুবিধে হচ্ছে না।” লকডাউনে সমস্ত কাজ বন্ধ থাকায় বিপাকে পরেছিলেন শ্রমিকেরা। তবে ১০০ দিনের কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন বলে মনে করা হচ্ছে।