সোমনাথ দত্ত, মালবাজার: জঙ্গলের পথে দেখা মিললো একটি চিতাবাঘের। আর এতেই বেজায় খুশি পর্যটক থেকে প্রশাসনের কর্তা সহ সকলেই ।
নাগরাকাটা ব্লকের খুনিয়া মোড় থেকে ঝালং, জলঢাকা যাওয়ার পথে চাপরামারি বনাঞ্চলের মধ্যে দিয়ে চলে গেছে পাহাড়ি রাস্তা। বুধবার বিকেলে নাগরাকাটার খুনিয়া মোড় থেকে ঝালং যাওয়ার রাস্তায় চাপরামারি জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা একটি চিতাবাঘ দেখে তা উপভোগ করলেন পর্যটকেরা। অনেকেই চিতাবাঘের ছবি মোবাইলবন্দী করেন। শুধু পর্যটক বা সাধারণ যাত্রী নয়, এদিন নাগরাকাটার জয়েন্ট বিডিও দেনুকা রাই অফিসের কাজে বেড়িয়ে ফিরে আসার সময় তিনিও ওই দাঁড়িয়ে থাকা চিতাবাঘকে দেখে ক্যামেরা বন্দী করেন। তবে চিতাবাঘটি বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে ফের চাপরামারির জঙ্গলে ঢুকে যায়। তবে এভাবে এতো কাছ থেকে চিতাবাঘের ছবি তুলতে পেরে ভীষন খুশি হয়েছেন দেনুকা দেবি।
প্রসঙ্গত দেনুকা দেবি বলেন, “বাইসন, হাতি এমনকি হরিনও দেখেছি কিন্তু চিতাবাঘ এভাবে দেখব কখনো ভাবিনি। দেখার পাশাপাশি ছবিও তুলেছি ।খুব ভালো লাগছে।”
জঙ্গলের রাস্তায় হাতি বা বাইসনের দেখা মেলে। চিতাবাঘের দেখা খুব বেশি পাওয়া যায় না। এদিনের চিতা বাঘের দর্শন বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি পাওনা বলেই তাঁদের অভিমত।