নিউজপিডিয়া ডেস্ক, ১৩ জুনঃ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার ছাত্রী সাফুরা জারগার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু দিল্লি পুলিশ গত ১০ এপ্রিল তাঁকে গ্রেফতার করে। ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। বছর সাতাশের সাফুরা গর্ভবতী। তিহার জেলের ছোট্ট কুঠুরিতে এখন দিন কাটাচ্ছেন। সেই থেকে তিহার জেলের ছোট্ট সেলে অন্য বন্দিদের সঙ্গে থাকছেন সাফুরা। সরকারি নির্দেশিকা যেখানে বলছে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা বেশি, সেখানে নিশ্চিত সংক্রমণের মুখে ঠেলে দেওয়া হচ্ছে সাফুরাকে!
এই পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক সমর্থন পেলেন সাফুরা৷ আমেরিকান বার অ্যাসোসিয়েশন এবার অবিলম্বে সাফুরার মুক্তির দাবি জানালো। সেন্টার অফ হিউম্যান রাইটস, আমেরিকান বার অ্যাসোসিয়েশনের মতে, সাফুরার গ্রেফতার আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এনিয়ে তারা বিবৃতিও জারি করেছে।