সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায় ৩১নং জাতীয় সড়কের পাশে থাকা একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফার্ম এলাকায়। স্থানীয়দের ধারণা সোমবার রাতে দুস্কৃতির দল এই ঘটনা ঘটিয়েছে। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
মঙ্গলবার সকালে ফার্ম এলাকার ব্যবসায়ীরা দেখতে পান ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা এটিএমের স্ক্রিন ভাঙ্গা ও ভেতরে সবকিছুই লণ্ডভন্ড। গত কয়েকদিন ধরেই ফার্ম এলাকার একাধিক দোকানে চুরি হচ্ছে আর এতেই স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা এলাকায় পুলিশি টহলের দাবি করেন। ঘটনার পর এটিএম বুথের সামনে সাধারণ মানুষের ভীড় জমে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় মেটেলি থানার পুলিশবাহিনী। ঘটনাস্থলে আসেন মেটেলি থানার আইসি গৌতম রায়। যদিও প্রসঙ্গক্রমে আইসি গৌতম রায় কোনোরূপ মন্তব্য করতে চাননি।