নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে ভারতে। এমতবস্থায় ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের দেশে ফিরতে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। এই নির্দেশ অমান্য করলে তাকে নির্দিষ্ট শাস্তিও পেতে হবে। এমন কঠোর সিদ্ধান্ত দেশের স্বার্থেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ভারতে অবস্থানরত তাঁর দেশের নাগরিকদের প্রত্যাবর্তনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এমন ঘটনা ইতিহাসে প্রথম বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে যাঁরা ১৪ দিন বা তার অধিক সময় ধরে ভারতে রয়েছে। আর এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের পাঁচ বছরের কারাদণ্ড বা জরিমানার জন্য সতর্ক করেছে দেশটির সরকার।
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভারত থেকে প্রত্যাবর্তনরত নাগরিকদের সম্পর্কে তাঁর সরকারের এমন সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সোমবার তিনি জানান, ‘হাওয়ার্ড স্প্রিং ক্যাম্পাসে ভারত থেকে ফিরে আসা নাগরিকদের মধ্যে প্রায় সাতগুণ সংক্রমণ দেখা গেছে। এমন সিদ্ধান্ত দেশের স্বার্থেই নেওয়া হয়েছে। এর লক্ষ্য হল কোয়ারেন্টাইন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি করোনা ভাইরাসটির তৃতীয় বারের মতো সংক্রমণ প্রতিহত করা।’
যেসব অস্ট্রেলিয়ান এই নিষেধাজ্ঞা অমান্য করবেন তাঁদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে নির্দেশিকায়। তাতে পাঁচ বছরের জেল অথবা প্রায় ৫১ হাজার ডলার জরিমানার (প্রায় ৩৭ লাখ টাকা) কথা বলা হয়েছে।