রবিউল হোসেন: অবশেষে পাকিস্থানের করাচি স্টক এক্সচেঞ্জ ভবনে জঙ্গী হামলার দায় স্বীকার করে নিল বেলুচিস্তান লিবারেশন আর্মি সংগঠন। গত সোমবার এমনটাই জানান বার্তা সংস্থা এএনআই। পাকিস্থানের সংবাদমাধ্যম ডনের উল্লেখ করে পাকিস্থান পুলিশ জানায়, জঙ্গী হামলায় হামলাকারী সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নিরাপত্তা রক্ষী সহ এক পদস্থ কর্মকর্তা রয়েছেন।
পাকিস্থানের করাচি পুলিশের প্রধান কর্মকর্তা গুলাম নবী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চারজন হামলাকারীকে মেরে ফেলা সম্ভব হয়েছে। হামলা করার জন্য তারা একটা গাড়িকে বেছে নিয়েছিল।
উল্লেখ্য হামলাকারীরা গ্রেনেড ও বন্দুক উভয়ই ব্যবহার করে অতর্কিত হামলা চালায়। করাচি স্টক এক্সচেঞ্জ অফিসটি পাকিস্থানের অনেক বেসরকারী ব্যাংকের প্রধান কার্যালয় হওয়ায় হামলাকারীরা এটাকেই টার্গেট করেছিল।